Tuesday, March 30, 2021

বুড়িগোয়ালিনী দুর্গাবাটি এলাকার পাওবো’র বাঁধ নদী গর্ভে বিলেন হতে চলেছে https://ift.tt/eA8V8J

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে নতুন করে নদী ভাঙ্গন। দ্রুত সংস্কার না করা গেলে বুড়িগোয়ালিনী ইউনিয়ন এর কয়েকটি এলাকা প্লাবিত হতে পারে বলে জানান এলাকাবাসী। সাবেক ইউপি সদস্য নীলকান্ত রপ্তান বলেন এই রাস্তা যদি আবার ভাঙ্গে তবে হাজার হাজার মৎস্য ঘের নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

মঙ্গলবার সকাল থেকে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ প্রচেষ্টায় এই ভাঙ্গন রোধ করার চেষ্টা চালানো হচ্ছে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বুড়িগোয়ালিনীসহ পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষকে নদি ভাঙ্গনরোধে কাজে আসার জন্য আহ্বান করেছেন। তাছাড়া সরকারি বেসরকারি সংস্থাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আবেদন করেছেন।

সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামিও সকাল থেকে লোকজন নিয়ে বাধ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডালিম কুমার ঘরামি সাংবাদিকদের বলেন, আমাদের সকলের প্রচেষ্টায় এইবাধ রক্ষা করা সম্ভব হবে। তবে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন রাজনীতিবীদ ও বে-সরকারি সংস্থার সকল প্রতিনিধিদের সহযোগিতার হাত বাড়াতে হবে। তা না হলে রক্ষা করা সম্ভব হবে না এই বাধ।

পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন দুর্গাবাটী এলাকার বাঁধ ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে চলে এসেছি। লোকজন নিয়ে এখানে বাস, জিও ব্যাগ ও বালির ব্যবস্থা করা হয়েছে। আমরা বাঁধ রক্ষায় প্রস্তুত আছি।

আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী (শ্যামনগর):

The post বুড়িগোয়ালিনী দুর্গাবাটি এলাকার পাওবো’র বাঁধ নদী গর্ভে বিলেন হতে চলেছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2O4xQXF

No comments:

Post a Comment