Wednesday, March 31, 2021

কলারোয়া উপজেলা প্রশাসনের জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ  https://ift.tt/eA8V8J

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কোভিড–১৯ মোকাবেলায় জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজে নিরাপদ থাকুন ও অপরকে নিরাপদ রাখতে সহযোগিতা করুন -এই বার্তা নিয়ে বুধবার (৩১ মার্চ) বেলা ১টার দিকে উপজেলা পরিষদদ সম্মুখের মহাসড়কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে অতিথি হিসাবে পথচলিত মানুষকে সচেতন করার পাশাপাশি ও মাস্ক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী মান্নান হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন,, তরিকুল ইসলামসহ এলাকার সচেতন মানুষ।
উল্লেখ্য, উপজেলা মোড় সংলগ্ন যশোর – সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, ইজি বাইক, মোটর সাইকেল, বাই সাইকেল, ভ্যান, নছিমন চালক ও যাত্রীসহ পথচারী মানুষদের ২য় ধাপে কোভিড – ১৯ (করোনা ভাইরাস) ‘র ভয়াবহতা মোকাবেলায় মাস্ক ব্যবহার করার যৌতিকতা তুলে ধরে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার অনুরোধ করা হয়।
কলারোয়া প্রতিনিধি:

The post কলারোয়া উপজেলা প্রশাসনের জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ  appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rDJ17w

No comments:

Post a Comment