Wednesday, March 31, 2021

তালায় অপহরণের দুই দিন পর একাদশ শ্রেণীর ছাত্রী উদ্ধার https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার তালায় অপহরণের দুই দিন পর একাদশ শ্রেণীর ছাত্রী পপি খাতুনকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অপহৃত উপজেলা ফলেয়া গ্রামে থেকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফলেয়া গ্রামে রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাকে (১৮) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তালা থানায় মামলা হয়েছে।

এজাহারে বলা হয়, সাতক্ষীরা তালা উপজেলায় ফলেয়া গ্রামে রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাক একই এলাকার করিম বিশ^াসের মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী পপি খাতুনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো।

গত ২৫ মার্চ তার ভগ্নিপতি বাড়িতে জিয়লানলতা গ্রামে বেড়াতে যায় পপি খাতুন। ২৮ মার্চ বিকালে বাড়িতে ফেরার পথে তালা থানার অর্ন্তগত রহিমাবাদ প্রাইমারী স্কুলে এলাকায় পৌছালে শুভ বসাকগংরা জোরপূর্বক ভাবে তার ইচ্ছার বিরুদ্ধে মুখ বেঁধে মাইক্রোতে তুলে নিয়ে যায়। পরবতীতে ৩০ মার্চ তালা থানায় পপির ভাই আলামিন বিশ্বাস মামলা দায়ের করেন। যার নং-১০ তারিখ ৩০.০৩.২০২১ইং।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণের অভিযোগে গ্রেপ্তার শুভ বসাকে বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আব্দুল জব্বার, তালা:

The post তালায় অপহরণের দুই দিন পর একাদশ শ্রেণীর ছাত্রী উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3wh6uz1

No comments:

Post a Comment