“বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগিতায় রবিবার সকাল ১০টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেন মশু। উদ্বোধনী সভা শেষে উন্নয়ন মেলার ২৬টি স্টল ঘুরে ঘুরে দেখেন এমপি রবি। এসময় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।
বক্তারা বলেন, “জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যে স্বয়ংসম্পুন্ন হওয়া ও অর্থনৈতিক সমৃদ্ধির কারণেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে সকলের সহযোগিতা রয়েছে। কর্ণফুলি ট্যানেল, পদ্মাসেতু, পায়রা সমূদ্র বন্দর যা এক সময় অবাস্তব ও স্বপ্ন ছিল তা বাস্তবায়ন হয়েছে এবং দেশে আরো বড় বড় মেঘা প্রকল্প চলমান আছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়ে আমরাই একদিন পৃথিবীর নেতৃত্ব দেবো ইনশাল্লাহ।
The post সাতক্ষীরায় উন্নয়ন মেলার উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2QMhILB
No comments:
Post a Comment