Sunday, March 28, 2021

কালিগঞ্জে ভাইঝিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ফফুকে কুপিয়ে ও পিটিয়ে জখম! https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: কলেজ পড়–য়া ভাইঝির উত্যক্তকারিদের বাড়িতে ডেকে এনে উস্কে দেওয়ার প্রতিবাদ করায় কুপিয়ে ও পিটিয়ে জখম করা ভূমিহীন নারী আছিয়া খাতুন ১০ দিন ধরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছে। অথচ আছিয়াকে বাঁচাতে আসা মনিরুল ইসলাম, আবু বকর শেখ ও সালাউদ্দিন শেখের নামে হামলাকারি আকবর শেখের স্ত্রী সুফিয়াকে ধর্ষণের চেষ্টা ও স্বামী শাহাজাহান কারিকরসহ আরো ৫ জনের নামে গত বৃহস্পতিবার মারপিট ও ছিনতাইয়ের মামলা দেওয়া হয়েছে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলার নরহরকাটি গ্রামের শাজাহান কারিকরের স্ত্রী আছিয়া খাতুন জানান, ৪৩ বছর ধরে ৪০টি ভূমিহীন পরিবারের ভোগদখলীয় সরকারি ৫০ বিঘা খাস জমি দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের আনোয়ারুল ইসলাম কাল্পনিক কাগজপত্র তৈরি করে জবরদখলের চেষ্টা করে আসছে। সহকারি জজ আদালত ও ভূমি আপিল বোর্ডে হেরে যেয়ে আনোয়ারুল ২০১৩ সালে হাইকোর্ট থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ২০১৮ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করে বর্তমানে কয়েক বিঘা দখলে রেখেছে। এরপরও সব জমি দখল করতে উপজেলা পরিষদের এক জনপ্রতিনিধির সহায়তায় পুলিশকে ম্যানেজ করে ভূমিহীনদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে। সর্বশেষ গত ৮ জানুয়ারি গভীর রাতে ভূমিহীন আবুল হোসেনের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আনোয়ারুল, তার সহযোগী আকবর হোসেনসহ কয়েকজন। এ ঘটনায় ১০ জানুয়ারি আবুল হোসেন মামলা করলে ৯ জানুয়ারি আনোয়ারুল তার পক্ষের লোক শফিকুলের ঘেরের বাসায় নিজেরা আগুন দিয়ে ভূমিহীনদের নামে মিথ্যা মামলা করার চেষ্টা করে। আবুল হোসেনের বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনায় সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়া ও পুলিশের কাছে সাক্ষ্য দেওয়ায় ক্ষুব্ধ ছিল আসামী আনোয়ার ও আকবরসহ তাদের সহযোগীরা। আনোয়ার ও আকবর তার ভাইঝিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে কয়েকবার।

আছিয়া খাতুন অভিযোগ করে বলেন, তার ভাইঝি আঁখি মনি শিমু রেজা কলেজে পড়াশুনা করে। তাকে পথিমধ্যে উত্যক্ত করতো পিরোজপুরের সুজনসহ তিনজন। করোনার কারণে কলেজে না যাওয়ায় ভূমিদস্যু আকবর উত্যক্তকারি তিনজনকে তাদের বাড়িতে এনে স্থান দিত। মেয়ে বাইরে বের হলেই তাকে উদ্দেশ্য করে আকবরের বাড়ি থেকে বিভিন্ন ভাবে আশালীন মন্তব্য করা হতো। এতে ইন্ধন যোগাতো আকবরের স্ত্রী সুফিয়া ও তাদের দু’ মেয়ে। গত ১৮ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে তার ভাইঝি আঁখিমনি আকবরের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় উত্যক্তকারি সুজনসহ তিনজন আাঁখিকে উদ্দেশ্য করে আপত্তিকর প্রস্তাব দেয়। এ সময় আখিঁর সামনে দাঁড়িয়ে গালিগালাজ করে সুফিয়া। মেয়ে বাড়িতে এসে তাকে বিষয়টি বলা মাত্রই তিনি আকবরের বাড়িতে যেয়ে প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আকবর ও আনোয়ার তাকে জোরপূর্বক ঘরের পিছনে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তিনি নিজেকে বাঁচাতে সচেষ্ট হলে আকবর, আনোয়ার, আরিজুল, শাহীনুর, আজিজুল, আরিজুল ও মন্তেজসহ কয়েকজন তার উপর দা ও লোহার রড দিয়ে হামলা চালায়। তার দু’ হাত দু’ পা ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। ঘর পোড়ানোর ঘটনা সাংবাদিক ও পুলিশের কাছে বলার ফল কি হতে পারে তা তাকে পুনরায় হুশিয়ার করে দেওয়া হয়। হুমকি দেওয়া হয় আাঁখিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার।

আছিয়া খাতুন বলেন, তারেক কুপিয়ে ও পিটিয়ে জখম করার পর মামলা থেকে বাঁচতে ও ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে আকবরের স্ত্রী সুফিয়াকেও নাটকীয়ভাবে একই হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এ হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ দিলেও টাকার অভাবে তিনি ভর্তি হতে পারছেন না। এখন তার নামেও মামলা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করনছে প্রবাবশালী ভূমিদস্যুরা।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
মামলার তদন্তকারি কর্মকর্তা সজীব সমাদ্দার বলেন, বিষয়টি নিয়ে ভালভাবে খোঁজ নেওয়ার পর বিস্তারিত জানানো হবে।

The post কালিগঞ্জে ভাইঝিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ফফুকে কুপিয়ে ও পিটিয়ে জখম! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3crpzGK

No comments:

Post a Comment