Tuesday, March 30, 2021

কলারোয়ায় পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলসহ দুই ব্যক্তি আটক https://ift.tt/eA8V8J

ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস থেকে ১৬ বোতল ফেন্সিডিলসহ শেখ আব্দুর রব (৫৯) নামে এক ব্যক্তি আটক হয়েছে। সে পুরাতন সাতক্ষীরার রাজারবাগান এলাকার মৃত আব্দুর রকিবের ছেলে।

কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই ফরিদ হোসেন জানান, মঙ্গলবার (৩০মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই শাহাজাহান কবীর, এসআই কেএম রেজাউল করিম, এএসআই আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে চেক পোষ্ট ডিউটি করাকালে কলারোয়ার ইউরেকা তেল পাম্পের সামনে থেকে ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস থেকে ১৬ বোতল ফেন্সিডিলসহ শেখ আব্দুর রব নামে ওই ব্যক্তি আটক করা হয়।

এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। অপর এক অভিযানে সোমবার (২৯মার্চ) রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ বাবলুর রহমান বাবলু (৩৫) কে আটক করে। সে কলারোয়া উপজেলার পূর্ব ভাদিয়ালী গ্রামের শহর আলীর ছেলে।

থানার এসআই হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাদিয়ালীর কদমতলা কালভার্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খারুল কবীর জানান-এঘটনায় কলারোয়া থানায় পৃথকভাবে দুটি মামলা হয়েছে। আসামীদ্বয়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়ায় পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলসহ দুই ব্যক্তি আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fnq72h

No comments:

Post a Comment