Saturday, March 27, 2021

আশাশুনিতে উন্নয়ন মেলার উদ্বোধন https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আশাশুনিতে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁনের সার্বিক ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর তাদের সেবা সম্বলিত ব্যানার ফেস্টুন ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিষ্ঠানকে অভিনন্দন জানান। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, ভাইস-চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।

The post আশাশুনিতে উন্নয়ন মেলার উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3suxd8U

No comments:

Post a Comment