পুলিশের কাজে বাধাদান ও হামলার অভিযোগে খুলনা নগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজাসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে খুলনা থানার এসআই বিএম মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলাটি করেন।
এদিকে মধ্যরাতে বিএনপি নেতা শফিকুল আলম তুহিনকে নগরীর বসুপাড়ার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ছাত্রদল নেতা রুবেল, আমিরুল, কবিরকেও পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
থানাসূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে বিএনপির একটি গ্রুপ অনুমতি ছাড়াই নগরীতে মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা সংগঠিত হয়ে পুলিশের দায়িত্বে বাধা দেয় ও হামলা চালায়।
এ সময় রুবেল, আমিরুল, কবিরকে পুলিশ আটক করে। এ ঘটনায় রাতে খুলনা থানার এসআই বিএম মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন।
এ মামলায় নগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, রুবেল, আমিরুল, কবির, মনিরুল হাসান বাপ্পি, শফিকুল আলম তুহিন, এবাদুল হক রুবায়েত, মান্নান মিস্ত্রি, মাহবুব হাসান পিয়ারু, ইশতিয়াক হোসেন ইস্তি, মোস্তফা তুহিন, আজিজুল হাসান দুলু, শামীম কবীর, মাসুদ সিদ্দিক, কামরান হাসান, রবি, হেলাল আহমেদ সুমন, মিজু, একরামুল হক হেলাল ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
The post খুলনায় ১৫০ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, তুহিনসহ আটক ৪ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cDT0p4
No comments:
Post a Comment