কালিগঞ্জে উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর মধ্যে সমন্বয় ও কার্যকর যোগাযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ উপজেলার ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ।
উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটি, ওয়াটসান কমিটি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর মধ্যে সমন্বয় ও কার্যকর যোগাযোগ স্থাপনা বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম,
চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন মৌতলা ইউপি সচিব মহাসীন কবির, বিষ্ণুপুর ইউপি সচিব জয়দেব কুমার, ওয়াটসন কমিটির আজিবর রহমান, মোস্তাফিজুর রহমান, গৌরপদ দাশ বাচন, আজগর হোসেন প্রমুখ। কর্মশালায় পানি ব্যবস্থাপনা, ওয়াটসন কমিটি ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
কালিগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমীর সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় কর্মশালার মাধ্যমে দুর্যোগপ্রবন সম্প্রদায়ের সক্ষমতা বাড়ানো প্রকল্পের মাধ্যমে মেগা ফোন, ফাস্ট এইড বক্স, হাতে টানা রামকরাত প্রদান করা হয়।
বিশেষ প্রতিনিধি:
The post কালিগঞ্জে উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মশালা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wf4PtO
No comments:
Post a Comment