Wednesday, March 31, 2021

পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন কাউন্সিলর সাগর https://ift.tt/eA8V8J

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের বারবার নির্বাচিত  পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর।

বুধবার (৩১ মার্চ) দুপুরে সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে এই মানবিক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর তার নিজস্ব অর্থায়ণে প্রতিবন্ধী ও পঙ্গু দুই ব্যক্তিকে দ’ুটি হুইল চেয়ার প্রদান করেন।

সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সাতক্ষীরা সিটি কলেজের অনাস প্রথম বর্ষের শিক্ষার্থী প্রতিবন্ধী আরিফুল ইসলাম (২১) ও রসুলপুর গ্রামের শাহাবুদ্দিন মোড়লের ছেলে সড়ক দূঘর্টনায় পঙ্গু মোটর শ্রমিক আনার আলী (৬৫) কে হুইল চেয়ার প্রদান করেছেন। এসময় উপকারভোগি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুইজন পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এ হুইল চেয়ার বিতরণ করায় পৌরবাসী ও সচেতন মহল তাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার অন্যান্যদেরকেও অসহায় প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াবার আহবান জানিয়েছে।

নিজস্ব প্রতিনিধি:

The post পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন কাউন্সিলর সাগর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31AnlyA

No comments:

Post a Comment