সাতক্ষীরা শহরের স্ট্রেডিয়াম ব্রিজ সংলগ্ন ইত্যাদি মটরস্ রিকন্ডিশন মটরসাইকেলের শোরুম উদ্বোধন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ফিতা কেটে ইত্যাদি মটরস্’র মটরসাইকেল শোরুম শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, বেকারত্ব জীবন কেবলমাত্র অভিশাপ। তা থেকে ফিরে এসে টুটুলের মতো একজন ব্যক্তির উদ্যেক্তা হওয়াটাই আমাদের জন্য আনন্দের। হয়রানি ছাড়াই নতুন পুরাতন সকল ধরনের মটরসাইকেল ক্রেতা-বিক্রেতারা নিরাপদে এই ইত্যাদি মটরস্ এর শোরুমে ক্রয়-বিক্রয় করতে পারবে। এছাড়াও এখান থেকে নগদ ও সহজ কিস্তির মাধ্যমে ক্রেতারা তাদের পছন্দ মতো পুরাতন মটরসাইকেল ক্রয় করতে পারবে। ইত্যাদি মটরস্ এর সত্ত্বাধিকারী টুটলের সভাপতিত্বে ও হারুন-অর-রশিদের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে জেলা রিকন্ডিশন মোটরসাইকেল শোরুম এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা: মো: মুনসুর রহমান, জননী মটরস্ এর সত্ত্বাধিকারী জাকির হোসেন টিটু, এমএন মটরস্ এর সত্ত্বাধিকারী খালিদ হোসেন মিলন, সুন্দরবন মটরস্ এর সত্ত্বাধিকারী ফিরোজুল ইসলাম রানা, ঔষধ ব্যবসায়ী আব্দুল মান্নান, চাল ব্যবসায়ী কাওসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
The post শহরে ইত্যাদি মটরস্’র মটরসাইকেল শোরুম উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lXZAK0
No comments:
Post a Comment