২৮ মার্চ বিকেলে স্বদেশ-আসক যৌথভাবে নিপীড়িত ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর আইন সহায়তা প্রদান কর্মসূচীর অধীনে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় প্যানেল আইনজীবী এড: মোস্তফা আসাদুজ্জামান দিলুর সভাপতিত্বে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন প্যানেল আইনজীবি এড: তোজাম্মেল হোসেন, এড: নাজমুন নাহার ঝুমুর, এড: পঙ্কজ কুমার সরকার, এড: মো: আকরাম আলী, এড: এবিএম সেলিম, এড: কামরুন নাহার ছবি ও এড: সাধন চক্রবর্তী। সভায় প্যানেল আইনবীবীদের দ্বারা পরিচালিত চলমান মামলার বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বর্তমান বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে নিজেরা সচেতন হওয়া ও অন্যকে সচেতন হওয়ার বিষয়ে আলোচিত হয় এবং প্যানেল আইনজীবীদেরকে ২০২১ সালের নতুন ডায়েরী প্রদান করা হয়। সভাটি পরিচালনা ও সহায়তা করেন স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি
The post স্বদেশ প্যানেল আইনজীবীদের ত্রৈ-মাসিক সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lZ2Jta
No comments:
Post a Comment