হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রচারণায় খুলনা ও সাতক্ষীরা জেলায় ভ্রমণে আসছেন দেশের সেরা চকলেট বাইকার নাভিদ ইশতিয়াক তরু। তিনি (৩১ মার্চ) বুধবার দুপুরে নলতায় হযরত খান বাহাদুর আহছানউল্লা (র.) এঁর মাজার পরিদর্শন করেন। পরে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন অফিস কক্ষে স্থানীয় বাইকারদের সাথে মতবিনিময় করেন।
এসময় নাভিদ ইশতিয়াক তরু বলেন, প্রত্যেকটা মানুষই দেশের সম্পদ। কোনো প্রাণ যেন অকালে ঝরে না যায় সেই লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি এবং সেই সঙ্গে দেশের সাধারণ জনগণ যারা বাইক চালান তাদেরকে হেলমেট ব্যবহারে উৎসাহ দিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, বাইকার আবুল কালাম, সারাকাত বাবু, আশরাফুজ্জামান, আবতাবুজ্জামান আবির, ডা. ফারুক হোসেন, আহছান কবির শাওন, সন্দিপ রায়, সাকিন আল রাজু, মইদুল হাসান সাইদী,তাসিন প্রমুখ।
নিজস্ব প্রতিনিধি:
The post নলতায় মাজার পরিদর্শন করলেন চকলেট বাইকার নাভিদ ইশতিয়াক তরু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39v08lT
No comments:
Post a Comment