পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে এক দশম শ্রেণির শিক্ষার্থীকে খেলার মাঠ থেকে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত দশম শ্রেণির শিক্ষার্থীর মা হাফিজা খাতুন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ২৪ মার্চ বিকেলে স্থানীয় একটি খেলার মাঠে খেলা দেখতে যেয়ে একই শ্রেণিতে অধ্যয়নরত মুন্সীগঞ্জের পূর্ব ধানখালির এক মেয়ের সাথে কথা বলছিল ওমর ফারুক। এসময় মেয়ের চাচা ছেলেটিকে ডেকে বাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন করে। পরবর্তীতে ছেলের চাচাকে ফোন করে বাড়িতে আনা হয়। মেয়ের সাথে সম্পর্কের কথা তুলে ধরে ৫০ হাজার টাকা জরিমানা অথবা পুলিশে সোপর্দ করবেন বলে জানান।
এ সময় অসুস্থ ছেলে, লোকলজ্জা ও পুলিশের ভয়ে উপায়ন্তর না দেখে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে ছেলেটিকে উদ্ধার করার জন্য নগদ ৩৫ হাজার টাকা দেয় ছেলেটির পরিবার। টাকা নিয়ে তিনটা সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বিষয়টি কাউকে জানালে ভবিষ্যতে মামলার হুমকি দেয়া হয়। তবে মেয়ের চাচা শিক্ষার্থীকে আটকে রাখার বিষয়টি স্বীকার করেন কিন্তু টাকা লেনদেনের ব্যাপার অস্বীকার করেন। এসআই প্রদীপ কুমার বুধবার সকালে অভিযোগটি তদন্ত কারেন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
The post মুন্সীগঞ্জে মেয়ের সহপাটিকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31AAAzg
No comments:
Post a Comment