নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ফুসলিয়ে ৭ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে এক মাদকাসক্ত যুবক। গত ২৫ মার্চ রাতে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মাতা তার নাবালিকা কন্যাকে দ্রুত সন্ধানের দাবিতে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পুরাতন সাতক্ষীরা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল খালেকের ৭ম শ্রেণি পড়–য়া কন্যাকে রাস্তাঘাটে প্রায় উক্ত্যক্ত করতো আশাশুনি উপজেলার পাইথলি গ্রামের সিরাজ সানার মাদকাসক্ত পুত্র সাকিব সানা। এঘটনায় তার পিতা মাতাকে হুশিয়ারীও করে স্কুল ছাত্রীর পরিবার। কিন্তু এতে কোন প্রতিকার হয়নি। উল্টো সাকিব তার পিতা সিরাজ সানা এবং মাতা নিলুফার ইন্ধনে ওই স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। গত ২৫ মার্চ রাতে স্কুল ছাত্রী সাকিবের কথামত বাড়িতে থাকা প্রায় দেড় লক্ষাধিক টাকার স্বর্ণালংকার এবং নগদ ১লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এঘটনায় ওই স্কুল ছাত্রীর কন্যা সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল খালেকের স্ত্রী নিলুফা ইয়াসমিন বলেন, আমার কন্যার বয়স মাত্র ১৪ বছর। সে ৭ শ্রেণিতে পড়ে। দুইদিন ধরে তার কোন খবর না পেয়ে আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। তিনি তার নাবালিকা কন্যাকে উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
The post ৭ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও যুবক: সন্ধান চায় ছাত্রীর পরিবার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3tS007E
No comments:
Post a Comment