Monday, March 29, 2021

তালার মাছ চুরি মামলায় ৫ জনের ৫ বছর করে সশ্রম কারাদন্ড https://ift.tt/eA8V8J

ঘেরে মাছ চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করে পাঁচ জনের প্রত্যেককে পাঁচ বছর তিন মাস সশ্রম কারাদন্ড, দু’হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান হয়েছে। সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিাচরক এসএম নুরুল ইসলাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার নগর শ্রীপুর গ্রামের আবু বক্কর গাজীর ছেলে মিন্টু গাজী, একই গ্রামের আকের গাজীর ছেলে আজিজুল গাজী, শওকত সরদারের ছেলে টুকু সরদার, উত্তর শলুয়া গ্রামের মোকাম বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস ও গোদাকাটি গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে রামপদ বিশ্বাস। এদের মধ্যে টুকু সরদার পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে মোস্তফা গাজীর একটি মাছের ঘের রয়েছে। মাছিয়াড়া গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে গফফার গাজীসহ কয়েকজন ওই ঘেরের পাহারাদারের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১০ সালের ২৭ মে দিবাগত রাত দু’টোর দিকে মাছ চুরি করে পালানোর সময় আব্দুল গফফার গাজী মোবাইল ফোনে বিষয়টি পার্শ্ববর্তী রায়পুর গ্রামের প্রকাশ ডাক্তারকে জানান।

প্রকাশ ডাক্তারের ডাক চিৎকারে মাছ চোর চক্রের সদস্যরা ঘেরের পানিতে পড়ে আত্মরক্ষার চেষ্টা করে। পরে খুলনা জেলার পাইকগাছা উপজেলার নগর শ্রীপুর গ্রামের মিন্টু গাজী, আজিজুল গাজী, উত্তর শলুয়া গ্রামের ফারুক বিশ্বাস ও গোদাকাটি গ্রামের রামপদ বিশ্বাস ও নাছিরপুর গ্রামের আশরাফ বিশ্বাসের েেছলে আবুল কালাম বিশ্বাসকে জনতা আটক করে গণধোলাই দেয়।

এ সময় নগর শ্রীরামপুর গ্রামের টুকু সরদার ও তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের জামারুল গাজীসহ তিন জন পালিয়ে যায়। গণপিটুনিতে মারা যায় আবুল কালাম বিশ্বাস। মাছি চুরির ঘটনায় ঘেরের পাহারাদার আব্দুল গফফার বাদি হয়ে গ্রেপ্তারকৃত চারজনসহ টুকু সরদার ও জামারুল গাজীর নাম উল্লে¬খ করে ২০১০ সালের ২৮ মে তালা থানায় একটি মামলা দায়ের করেন।

তালা থানার উপপরিদর্শক লুৎফর রহমান ওই বছরের ২৮ আগষ্ট এজাহারভুক্ত ছয় জনের নাম উলে¬খ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার ছয়জন সাক্ষীর জবানবন্দি ও নথি পর্যালোচনা শেষে জামারুল গাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে বেকসুর খালাস প্রদানের নির্দেশ দেন। পলাতক আসামী টুকু সরদার অভিযোগত্রে উল্লে-খিত অপর চার আসামীর বিরুদ্ধে ৩৮২ ধারায় প্রত্যেককে পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড, দু’ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস ও ১৪৩ ধারায় প্রত্যেককে তিন মাস করে কারাদন্ডাদেশ দেন। তবে দুই ধারার সাজা একসাথে চলবে।

আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. খান মাহাফুজুর রহমান ও এড. দীলিপ কুমার মন্ডল। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু।

পত্রদূত ডেস্ক:

The post তালার মাছ চুরি মামলায় ৫ জনের ৫ বছর করে সশ্রম কারাদন্ড appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31sRLTj

No comments:

Post a Comment