Sunday, March 28, 2021

স্থলবন্দর বেনাপোলে আমদানি রপ্তানি বন্ধ: দুপারে পন্যবাহি ট্রাকজট https://ift.tt/eA8V8J

দোলপুজা ও রং খেলা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ২দিন বন্ধের কবলে পড়ছে স্থলবন্দর বেনাপোল। রবিবার সকাল থেকে এ বন্দর দিয়ে পন্য আমদানি রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে। ফলে বেনাপোল পেট্টাপোল বন্দরের দুপার সড়কে আটকা পড়েছে সহ¯্রাধিক পন্যবাহি ট্রাক। নষ্ট হচ্ছে মাছ পানসহ পচনশীল কাচামাল। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়িরা।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও বন্দর সংশ্লিস্টরা জানান, রবিবার রং খেলা ও সোমবার দোলপুজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি। ফলে আমদানি রপ্তানি বানিজ্য রয়েছে বন্ধ। তবে বিশেষ ব্যবস্থায় সোমবার কিছু মালামাল আমদানি রপ্তানি জন্য পেট্টাপোল বন্দর ব্যবহারকারীদের সাথে সমঝোতা হয়েছে বলে জানান সাজেদুর রহমান।

বেনাপোল স্থলবন্দর উপ পরিচালক আব্দুল জলিল জানান, রবিবার পন্য আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাষ্টম রয়েছে খোলা। বন্দর গোডাউনে চলছে লোড-আনেলাড। পাসপোর্ট যাত্রী চলাচলও স্বাাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এম এ রহিম, বেনাপোল (যশোর):

The post স্থলবন্দর বেনাপোলে আমদানি রপ্তানি বন্ধ: দুপারে পন্যবাহি ট্রাকজট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3u1WUOi

No comments:

Post a Comment