Saturday, March 27, 2021

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ৩টি পদে ভোট গ্রহণ করা হয়। সাধারণ সম্পাদকসহ ১০টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম। তিনি পান ৪৪০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ২৬৭ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজহারুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট ৪৩৭। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মজনুর রহমান পেয়েছেন ২২২ ভোট। সড়ক সম্পাদক পদে ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন ৩১৭ ভোট। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী জানান, কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১,১৮৬। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৭৪৪ জন। ভোট প্রদানের শতকরা হার ৬২.৭৩ ভাগ। এ নির্বাচন পরিচালনায় সদস্য সচিবের দায়িত্বে পালন করেন এড. মিজানুর রহমান। নির্বাচন চলাকলীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

The post কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2PdXaLl

No comments:

Post a Comment