শাহজাহান কবীর: নিজ হেফাজতে মাদকদ্রব্য গাজা রাখার অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের সাজা প্রদান করেছেন আদালত। ৩১মার্চ সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আদালতের বিচারক মেহেদী হাসান মোবারক মুনির এক জনকীর্ণ আদালতে এরায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামীর নাম মো: শহিদুল ইসলাম তার বাবার নাম মৃত নঈম উদ্দীন। সে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগর পূর্বপাড়ার বাসিন্দা।
আদালত সুত্রে জানাযায় গত ২০১৮ সালের ২৪জানুয়ারি সন্ধ্যা ৭টা ১০মিনিটে দেবহাটা থানা পুলিশ গোপন সংবাদ পায়যে, সাজা প্রাপ্ত আসামী কিছু পরিমান মাদকদ্রব্য গাজা ক্রয় বিক্রয়ের উদ্দ্যশে পারুলিয়া বাজারস্থ জনৈক আলমগীরের দোকানের সামনে পাকা রাস্তার অবস্থান করছে।এসময় দেবহাটা থানা পুলিশের একটি দল এস আই মাজরিয়ার নেতৃত্বে ঘটনাস্থল থেকে আসামি শহিদুল ইসলামকে একশ গ্রাম গাজাসহ হাতে নাতে আটক করে এবং এস আই মাজরিয়া বাদি হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। মামলাটি তদ্ন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা প্রসেন কুমার সাহা ২০১৮ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি বিচারের নিমিত্তে অত্র আদালতে প্রেরিত হলে বিচারক ৬ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহণ, জেরা জবানবন্দি,ও নথি পর্যালোচানা করে, আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামীকে আদালত উপরুক্ত সাজা প্রদান করেন।
তবে উক্ত আসামীর দন্ডের অপরাধের শাস্তির পরিবর্তে প্রবেসন অফিসারেরর তত্ত্বাবধায়নে এক বছর সময় কালের জন্য শর্তস্বাপেক্ষ প্রবেসন মঞ্জুর করেন। শর্ত সমুহ: প্রবেসন কালীন সময়ে আসামী প্রবেশনের অপরাধের সাথে জড়িত হবেনা। ধর্মীয় অনুশাসন মেনে নীতি নৈতিকতা মূল্যেবোধ উন্নত করতে হবে। সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন ও ভাল আচারণ করবেন। আদালত ও আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথা সময়ে উপস্থিত হবে। কোনরূপ মাদক বা নেশাজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবন থেকে বিরত থাকবেন। অসৎ এবং খারাপ সংগ পরিহার করতে হবে। আইন-শৃঙ্খলা ও সমাজ বিরোধী কাজ থেকে বিরত থাকবেন। প্রবেশন কালীন সময়ে ৫টি ঔষধী ও ফলজ বৃক্ষ রোপন করতে হবে। পিতার প্রতি সার্বিক দায়িত্ব পালন করতে হবে। তাছাড়া প্রবেসন কর্মকর্তা প্রতি তিন মাস পরপর শর্তপালন ও অগ্রগতির রিপোর্ট আদালতে দাখিল করবেন।
The post প্রবেসন ৬ মাসের মাসের কারাদন্ড মাফ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cDWWGz
No comments:
Post a Comment