Monday, March 29, 2021

সাতক্ষীরার কৃতি সন্তান অজয়ের শ্রেষ্ঠ লেখকের পুরস্কার অর্জন https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার কৃতি সন্তান ও পত্রদূত পত্রিকার নিয়মিত লেখক ‘অজয় কান্তি মন্ডল’ গবেষণায় অসাধারণ কৃতিত্বের পাশাপাশি এবার লেখালেখির ক্ষেত্রে ও অর্জন করেছেন “আউটস্ট্যান্ডিং রাইটার” অ্যাওয়ার্ড। চীনে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্র ছাত্রীদের সর্ববৃহৎ সংগঠন “বাংলাদেশ-চায়না ইউুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন” সম্প্রতি এই প্রতিযোগিতার আয়োজন করে।

উক্ত প্রতিযোগিতায় চীন এবং বাংলাদেশে অবস্থিত বহু ছাত্রছাত্রী ও তরুণ লেখক অংশগ্রহণ করে। সংগঠনটি যে সকল তরুণ লেখকদের লেখনীর ভিতরে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে অসাধারণ অবাদান রয়েছে তাদের লেখাকে প্রাধান্য দিয়েছে।

সেই সাথে লেখকদের লেখার গুনগত এবং পরিমানগত মান যাচাই বাছাইয়ের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকতায় উচ্চ ডিগ্রীপ্রাপ্ত স্বনামধন্য বিচারক মন্ডলীদের সমন্বয়ে গঠন করা হয়েছিল একটি জুরি বোর্ড ও অনলাইন ভোটিং ব্যবস্থা।

সর্বক্ষেত্রে অজয় কান্তি মন্ডল তার লেখনীর মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ প্রমানিত করে শ্রেষ্ঠ লেখক হওয়ার গৌরব অর্জন করেছেন। “বাংলাদেশ-চায়না ইউুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন” কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কালচারাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি মিস জুলিয়া ইয়ু ঝু “আউটস্ট্যান্ডিং রাইটার” অ্যাওয়ার্ড অর্জনকারীর নাম ঘোষণা করেন।

এছাড়া বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং চীন থেকে পড়াশুনা শেষ করা প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত “অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা)” এর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ও তিনি অর্জন করেছেন শ্রেষ্ঠ পুরস্কার।

বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চীনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মুনশী ফয়েজ আহমেদ ঢাকাস্থ চীনা দূতাবাসের নিযুক্ত মিনিস্টার কাউন্সিলর ও ডিপুটি চীফ অব মিশন হুয়ালং ইয়ান এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কালচারাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি মিস জুলিয়া ইয়ু ঝু উপস্থিতিতে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

পরপর দুইটি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জনের পর অজয় কান্তি মন্ডল পত্রদূত পরিবার কে জানান “একজন আউটস্ট্যান্ডিং হতে গেলে যেকাউকেই অনেক পথ পাড়ি দিতে হয়। জানিনা তার কতটুকু আমি পেরেছি। তবে এই প্রাপ্তি অবশ্যই আমাকে আগামী দিনের আরও সফলতার উৎসাহ যোগাবে”।

অজয় কান্তি মন্ডল বর্তমানে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে চীনের ফুজিয়ান প্রদেশে অবস্থান করছেন। তিনি ফুজিয়ান এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির কলেজ অব ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং এ লিগনোসেলুলোজ বিভাগে গবেষণা করছেন। তিনি আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা এলাকার নাটানা গ্রামের শ্রীদাম চন্দ্র মন্ডল এবং সাবিত্রী মন্ডলের একমাত্র ছেলে।

ছাত্রাবস্থা থেকে অজয় কান্তি মন্ডলের একের পর এক সাফল্যে তার মা সাবিত্রী মন্ডল ২০১৬ সালে ‘স্বপ্নজয়ী মা’ হওয়ার গৌরব অর্জন করেন। আমরা অজয়ের সফল্যে অনেক বেশি আনন্দিত। আমরা সকলে তার আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরার কৃতি সন্তান অজয়ের শ্রেষ্ঠ লেখকের পুরস্কার অর্জন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dea8Rx

No comments:

Post a Comment