Saturday, March 27, 2021

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় আ’লীগের আলোচনা সভা ও আনন্দ মিছিল https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে সাতক্ষীরায় আওয়ামী লীগের আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ একে ফজলুল হকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক হারুণ উর রশিদের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন। এছাড়াও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের এমপি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, ত্রাণ বিষয়ক সম্পাদক এড. আজারুল ইসলাম, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য শেখ
আমজাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, পৌর আ.লীগের সভাপতি শেখ নাসেরুল হক, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ আলমগীর হাসান, ক্রীড়া সংগঠক ইদ্রিস বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছা সেবকলীগ, পৌর আ.লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বিশাল আনন্দ মিছিল পিএন হাইস্কুল মাঠ থেকে শুরু করে শহরের কেষ্টময়রা মোড়, তুফান কোম্পানী মোড়, নিউমার্কেট মোড়, পাকাপুল মোড় প্রদক্ষিণ করে পিএন স্কুল মাঠে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

The post স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় আ’লীগের আলোচনা সভা ও আনন্দ মিছিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lZmlxu

No comments:

Post a Comment