নিজস্ব প্রতিনিধি: কলারোয়া পৌর সদরের মুরারীকাটিতে পিকনিক করতে গিয়ে ৫৫ জন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অসুস্থ্য ব্যক্তিরা জানান, পৌর সদরের মুরারীকাটি ৭নং ওয়ার্ডের ৫৫জন ব্যক্তি ঘরোয়াভাবে মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে পিকনিকের আয়োজন করেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা কলারোয়ার বাজারের সরকারি কলেজ বাসস্টান্ড সংলগ্ন নান্না বিরিয়ানি হাউজ থেকে ৩৫৭৫ টাকা দিয়ে ৫৫ প্যাকেট বিরিয়ানি কেনেন। রাতে ওই বিরিয়ানি খেয়ে আকরোম আলী, আশরাফুল ইসলাম, কলিমুদ্দিন, আজাহারুল ইসলাম, নাজমুল, আবু সাঈদ, নাঈম, সালেহা, শাহিন, আব্দুর রউফ, আলিম গাজী, জাহাঙ্গীর, আনোয়ারা, জলিল গাজী, মমিন গাজী, রাশিদা, মহির, শহিদ, সাদ্দাম, শফি, জিয়া, আজিজ, অনারুল, শাহিন মোড়ল, লুৎফর মোড়ল, আব্দুল মান্নান, তানজির হোসেন, আজিজুল মোড়ল, জামির, রবিউল, আলামিন, শরিফা, সিরাজুল ইসলাম সহ ৫৫ ব্যক্তি অসুস্থ্য হয়ে পড়েন।
এদিকে, এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
The post কলারোয়ায় নান্না বিরিয়ানি খেয়ে ৫৫ ব্যক্তি অসুস্থ! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2PiLqas
No comments:
Post a Comment