Monday, March 29, 2021

কলারোয়ায় উপজেলা প্রশাসনের খাস জমি-আশ্রায়ন প্রকল্প ও রাজস্ব সভা অনুষ্ঠিত https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪টি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা সাব-রেজিষ্ট্রার মনজুরুল হাসান, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, উপজেলা সমবায় অফিসার, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলীসহ সকল চেয়ারম্যান এবং উপজেলা ভুমি অফিস ও ইউনিয়নের সকল ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য উপজেলা আশ্রায়ন প্রকল্প (ফেইজ-২) ও আশ্রায়ন প্রকল্পের টাস্ক ফোর্স কমিটির সভা, উপজেলা বিনিময় সম্পত্তি নিয়মিত করণ কমিটির সভা, উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভা ও উপজেলা রাজস্ব সভা নিয়ে আলোচনা করা হয়।

পত্রদূত ডেস্ক:

The post কলারোয়ায় উপজেলা প্রশাসনের খাস জমি-আশ্রায়ন প্রকল্প ও রাজস্ব সভা অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31sRS10

No comments:

Post a Comment