পত্রদূত ডেস্ক: বিলুপ্ত ঘোষণার প্রায় দেড় বছর পর সাতক্ষীরা জেলা ছাত্ররীগের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি হয়েছেন ফজলে রাব্বি শাওন, সাধারণ সম্পাদক হয়েছেন মো: সুমন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন কাজী শাহেদ পারভেজ ইমন ও হাসানুজ্জামান শাওন, সাংগাঠনিক সম্পাদক হয়েছেন মো: মহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন আফিস শাহাবাজ খান। মঙ্গলবার (২৫ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
২০১৯ সালের ০৩ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত করেন। সাথে সাথে পদপ্রত্যাশীদের দ্রুত জীবনবৃত্তান্ত জমা দেওয়ার আহবান জানান। সে অনুযায়ী জেলা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্তত ৫০টি জীবনবৃত্তান্ত জমা পড়েছিল বলে একটি সূত্র জানিয়েছেন।

The post সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা: আশিক সভাপতি, সুমন সম্পাদক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ue8RAk
No comments:
Post a Comment