আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপকূলের ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন ও জনগণকে নিরাপদ আশ্রয় নিতে নিরলসভাবে কাজ করছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন। মঙ্গলবার সকাল থেকে তিনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ পরিদর্শন ও ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পেতে উপকূলীয় অঞ্চলের মানুষকে আশ্রয় কেন্দ্রসহ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রচারণামূলক কার্যক্রম চালান।
পরিদর্শনকালে ইউএনও নাজমুল হুসেইন খাঁন বলেন, আগামী এক দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড় ইয়াস উপকূলে আঘাত হানতে পারে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৬টি সাইক্লোন শেল্টার, ৮০টি স্কুল কাম ঘূর্ণিঝড় আশ্রায়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১৫১৫ জন সিপিপি ভলেন্টিয়ার ইতোমধ্যে সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছে। জনগণকে সচেতন করা ও প্রয়োজনীয় সময়ে নিরাপদ স্থানে নেওয়া এবং দুর্যোগকালীন, দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা প্রস্তুত রয়েছে। ১১টি ইউনিয়নে ১১টি ও আশাশুনি হাসপাতালে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
উপজেলা পরিষদ ভবনে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যেকোন প্রয়োজনে ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও যোগাযোগ রক্ষার্থে কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৭৯৫০৯০৩৫, ০১৭০০৭১৭০২১, ০১৭৯০৫৬৩৫৬৯ ও ০১৭৩৬১৮১০৩৮ চালু রাখা হয়েছে।
সম্ভাব্য দুর্যোগের সময় ও পরবর্তীতে প্রয়োজনে ব্যয় করার জন্য জেলা প্রশাসন আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের জন্য ২৫ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছেন। এছাড়া গো-খাদ্য বাবদ ১ লক্ষ টাকা ও শিশু খাদ্য বাবদ ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ স্ব স্ব ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সতর্কবার্তাসহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। সিপিপি স্বেচ্ছাসেবকদেরকে সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।
ইউপি সদস্যবৃন্দ স্ব স্ব ওয়ার্ডে পাউবোর বেড়িবাঁধের অবস্থা সম্পর্কে খোজ খবর নেওয়া ও বাঁধ ভেঙে এলাকা প্লাবিত না হতে পারে সেজন্য সকলকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ জাকির হোসেন।
The post আশাশুনি ইউএনও’র উপকূলীয় ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34gA4Yx
No comments:
Post a Comment