Wednesday, May 5, 2021

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের আশ্রয় কেন্দ্রের রাস্তা সংস্কার কাজ পরিদর্শন https://ift.tt/eA8V8J

“আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রম এর আওতায় “বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি” প্রকল্প এর সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার ৫০টি দুর্যোগ আশ্রয় কেন্দ্রের সংস্কার কাজ শুরু হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিরাজ হোসেন খান ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চলমান রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন এবং কাজের মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নব যাত্রা ফিল্ড অফিস ম্যানেজার মোঃ আশিক বিল্লাহ, প্রকল্প প্রকৌশলী, প্রজেক্ট অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজমেন্ট কমিটির সদস্যগণ উপস্থিত থেকে কাজের বিভিন্ন দিক সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।

রাস্তা সংস্কার কাজ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার কাজের পরিদর্শক বইতে তার পর্যবেক্ষন ও পরামর্শ লিপিবদ্ধ করেন এবং প্রকল্পের অন্যান্য কাজগুলো পরিদর্শন করবেন বলে আশা প্রকাশ করেন। উল্লেখ্য উক্ত প্রকল্পের মাধ্যমে কালিগঞ্জ ফিল্ড অফিসের আওতাধীন ১৭টি আশ্রয় কেন্দ্রের প্রবেশ পথ, ২১টি পয়:নিস্কাশন ও পানি সরবরাহ ব্যবস্থা, ৭টি লাইটিং ব্যবস্থা ও দেওয়াল সংস্কারের কাজ এবং ৫টি র‌্যাম্প নির্মাণ করা হবে। ফলে আশ্রয় কেন্দ্রে যাতায়াত ও এর আভ্যন্তরীন পরিবেশের মানোন্নায়ন হবে এবং দুর্যোগকালিন সময়ে এলাকার জনগনের আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার প্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রেসবিজ্ঞপ্তি

The post কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের আশ্রয় কেন্দ্রের রাস্তা সংস্কার কাজ পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xGwZym

No comments:

Post a Comment