Wednesday, May 5, 2021

দেশের বিভিন্নস্থানে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস https://ift.tt/eA8V8J

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বুধবার (৫ মে) দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই ঝড়বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

কয়েকদিন ধরে অব্যাহত থাকা ঝড়বৃষ্টি গতকালও হয়েছে। মঙ্গলবার দেশের অধিকাংশ অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার।

The post দেশের বিভিন্নস্থানে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eXUaf9

No comments:

Post a Comment