এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে ইরি-বোরো ধান কাটা শুরুতেই নারী শ্রমিকরা মুজুরি বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কৃষকের ক্ষেতের পাকা ধান কাটতে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করছেন। ইতোমধ্যেই উপজেলার গৌরিঘোনা ও সুফলাকাটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষকের ক্ষেতের পাকা ধান কাটা শুরু হয়েছে। সরেজমিন উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের বুড়–লি বিলে গিয়ে দেখা যায়, নারী শ্রমিকরা কৃষকের ক্ষেতের ধান কেটে বিচালীর আটি বাধছেন। বিচালীর আটি করার সময় নারী শ্রমিক শ্যামাপদি বিশ্বাস, ময়না রাণী ও বন্ধনা বৈরাগী বলেন, ধান কাটা শুরুতেই তারা মুজুরির বৈষম্যের শিকার হচ্ছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত একজন পুরুষ শ্রমিক কাজ করে মুজুরি পাচ্ছেন ৩০০ টাকা। একই পরিমাণ কাজ করে তারা পাচ্ছেন মাত্র ২০০ টাকা। নারী শ্রমিক শ্যামাপদি বিশ্বাস বলেন, তারা (নারী শ্রমিক) নিখুঁতভাবে ধান কাটা, বিচালী বাধাসহ ঝাড়াইয়ের কাজ করলেও তাদের মুজুরি বৃদ্ধি হচ্ছে না। দীর্ঘদিন ধরে দাবি করে আসলেও ক্ষেত মালিকরা (কৃষক) তাদের ন্যায্য মুজুরি বৃদ্ধি করছেন না। উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন, কেশবপুরে ১৫ হাজার ৪০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদ হয়েছে। ইতিমধ্যেই কৃষকের ক্ষেতের ধান পেকে গেছে। অধিকাংশ এলাকায় কৃষকরা পাকা ধান কাটা শুরু করেছেন।
The post কেশবপুরে নারী শ্রমিকরা মজুরী বৈষম্যের শিকার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3h22qxr
No comments:
Post a Comment