কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: তিন পুরুষের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি রাতে আঁধারে প্রতিপক্ষকে জবর দখলে সহায়তা করায় হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান হাজরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এক ভুক্তভোগী। ভুক্তভোগী জাহাঙ্গীর মোড়ল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মহা-পুলিশ পরিদর্শক, বিভাগীয় পুলিশ প্রধান (ডিআইজি), জেলা পুলিশ সুপার, জেলা অতিরিক্ত পুলিশ সুপারসহ পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের নোয়াকাটী গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মোড়লের উত্তর সলুয়া মৌজায়-সাড়ে আট শতক মূল্যবান ডাঙ্গা সম্পত্তিটি গত ১৩ এপ্রিল রাত সাড়ে বারোটার দিকে একই গ্রামের প্রভাবশালী মোস্তাম মোড়ল ঘেরা বেড়া দিয়ে জবর দখল করে নেয়। এসআই মনিরুজ্জামানের যোগ সাজসে ও তার প্রত্যক্ষ সহযোগিতায় দিনমজুর জাহাঙ্গীর মোড়লের শেষ সম্বল ওই জায়গাটুকু মোস্তাম মোড়ল দখল করে নেয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
The post হরিঢালী ক্যাম্পের ইনচার্জের শাস্তির দাবিতে আবেদন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/337QAtd
No comments:
Post a Comment