সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর পাবলিক লাইব্রেরীর কার্যকরী পরিষদের এক সভা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। শ্যামনগর পাবলিক লাইব্রেরীর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারীর সভাপতিত্বে আধুনিক পাবলিক লাইব্রেরী গড়ার প্রত্যয়ে সভায় বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সহ অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, এড. জিএম মুনসুর রহমান, সহ-অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল, প্রভাষক প্রদীপ কুমার রপ্তান প্রমুখ।
সভার সভাপতি পাবলিক লাইব্রেরীকে সমৃদ্ধ করতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন, আধুনিক পাঠ কক্ষ তৈরী, ওয়াইফাই জোন তৈরীসহ অন্যান্য বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণে সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন এবং আধুনিক লাইব্রেরী তৈরীতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সহায়তা পাওয়া গেছে বলে তিনি অবহিত করেন। এ ছাড়া সভায় পাবলিক লাইব্রেরীতে শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ স্পিকিং ক্লাস, সাহিত্য আড্ডাসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
The post শ্যামনগর পাবলিক লাইব্রেরীর কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vrM6u1
No comments:
Post a Comment