সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে অবসর ও মৃত্যুজনিত কারণে উপজেলার শিক্ষক ও কর্মচারীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়।
শ্যামনগর মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির অফিস কক্ষে সম্প্রতি ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরজনিত কারণে সহকারী শিক্ষক সুপদ কুমার মন্ডলকে ৫১ হাজার দুইশত টাকার চেক, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দপ্তর প্রভাষ চন্দ্র সরকারের সড়ক দুর্ঘটনায় মৃত্যু জনিত কারণে সৎকারের জন্য ৫ হাজার টাকার চেক ও নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক স্বর্গীয় নিশিত রঞ্জন বৈদ্যের স্ত্রীর হাতে ৫ হাজার টাকার চেকসহ মোট ৬১ হাজার দুইশত টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বনশ্রী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মনোদ্বীপ সরকারসহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ।
The post শ্যামনগরে শিক্ষক কর্মচারীদের মাঝে অনুদানের চেক প্রদান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3usRk7w
No comments:
Post a Comment