Sunday, May 2, 2021

আওয়ামী লীগ সভাপতির নির্দেশে সাতক্ষীরায় বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

‘আওয়ামী লীগের লোকেরা আমাগো তালিকা কইরা যেইভাবে আইজ চাইল, ডাইল, আলু, পেয়াজ দিল, হেইডা জীবনেও ভুলবান না। আল্লা যেন বঙ্গবন্ধুর বেটি শেখ হাসিনারে আরো ম্যালাদিন আমাগো মাঝে বাঁচাইয়া রাখে।’
সাতক্ষীরার শহরের বিভিন্ন এলাকায় শনিবার রাতে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে মানবিক খাদ্য সহায়তা প্রদানকালে জুলেখা খাতুন নামের এক নারী এভাবেই আনন্দের সঙ্গে উপরোক্ত কথাগুলো বলছিলেন।
জানা গেছে, সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মানবিক খাদ্য সহায়তা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয় এবং ৩০ এপ্রিল শুক্রবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তা উদ্বোধন করেন।
ওই কর্মসূচির আওতায় শনিবার রাতে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জননেত্রী শেখ হাসিনার এ মানবিক খাদ্য সহায়তা সুষ্ঠুভাবে তুলে দেওয়া হয়। এই কর্মসূচি পবিত্র ঈদের আগ পর্যন্ত বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।
খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ স্বাস্থ্য প্রতিরক্ষা উপকরণ রয়েছে।
সরকারের স্বাস্থ্যবিধি ও যথাযথ দূরত্ব মেনে এ মহতী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন এই কার্যক্রমের উদ্যোক্তা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক আফসার আহমেদ বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা মিলন রায়, জাহিদ হোসেন বাপ্পী, সিটি কলেজ ছাত্রলীগ নেতা জুয়েল প্রমুখ।
এই ব্যবস্থাপনার দায়িত্বে থাকা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের অংশ হিসেবে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর আমরা তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর হাতকে শক্তিশালী করতে যে যায় অবস্থান থেকে সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগে সবসময়ই মানুষের পাশে থাকবে। আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে মহামারী করোনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেই।’

The post আওয়ামী লীগ সভাপতির নির্দেশে সাতক্ষীরায় বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3t9sPf6

No comments:

Post a Comment