Sunday, May 2, 2021

সাতক্ষীরায় খরতার আকাশে মেঘের ঘনঘটা: নামলো স্বস্তির বৃষ্টি https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা প্রতিনিধি: বৈশাখী দুপুরের দহন শেষে বিকেলে সাতক্ষীরায় খরতার আকাশে জমেছে ঘন মেঘ। বৃষ্টি ঝরেছে জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায়। তবে অন্যান্য উপজেলায় আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে।
দীর্ঘ ছয়মাস বৃষ্টিহীন থাকায় অস্বস্তিকর গরমে গলদঘর্ম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি থেকে মিলল সাময়িক মুক্তি। মেঘে ও বৃষ্টির জেরে ধরণী যেনো শীতল হলো। হালকা স্বস্তি ফিরল প্রকৃতিতে। একধাক্কায় তাপমাত্রা কমেছে আট ডিগ্রি সেলসিয়াস ৷
আবহাওয়া অফিসের উচ্চমান সহকারি শেখ জুলফিকার আলী রিপন জানান, গত বছর অক্টোবর মাসের প্রথম দিকে বৃষ্টিপাত হয়েছিল। এরপর আর সেভাবে বৃষ্টিপাত হয়নি। মৌসুমী বায়ু প্রবাহের কারণে বিকেল ৪টা থেকে আকাশে মেঘ দেখা যায় ।
বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে৷ বৃষ্টির আগে সাতক্ষীরায় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি৷ বৃষ্টি থামতেই তাপমাত্রা ২৮ ডিগ্রিতে নেমে যায়৷ জেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে৷

The post সাতক্ষীরায় খরতার আকাশে মেঘের ঘনঘটা: নামলো স্বস্তির বৃষ্টি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3tchNFU

No comments:

Post a Comment