Thursday, May 27, 2021

তালায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি ও পরিকল্পনা সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (৫ হতে ১৯ জুন) ২০২১ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদারের সভাপত্বিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো: তৌহিদুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল আমিন সোহান, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা: শাহরিয়ার আল মেহেদি,স্যানিটারী ইন্সপেক্টর মো: আব্দুল মতিন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার জানান, ৫ হতে ১৯ জুন পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন তালা উপজেলা জুড়ে চলবে। এ ক্যাম্পেইনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল লাল রংয়ের ৩২ হাজার ও নীল রংয়ের ৪হাজার মোট ৩৬ হাজার ক্যাপসুল খাওয়ানো হবে।

The post তালায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি ও পরিকল্পনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2RHJeL9

No comments:

Post a Comment