Thursday, May 27, 2021

ডুমুরিয়ার ট্রুাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর নামক স্থানে বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় কনক সিং (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানার বরাতিয়া গ্রামের নির্মল সিংয়ের ছেলে নিহত কনক সিং সকাল ১১টার দিকে চুকনগর বাজার থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বরাতিয়া অভিমুখে যাচ্ছিলেন।
পথিমধ্যে পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির অজ্ঞাত নম্বরের একটি ট্রাক মোটরসাইকেলের পিছনে সাজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ভেঙেচুরে ছিটকে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং মোটরসাইকেল আরোহি কনকের মাথা, বুক ও মুখ মন্ডলে প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাছির উদ্দীন মজুমদার বলেন, ঘটনা স্থলে উপস্থিত হওয়ার পূর্বে ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

The post ডুমুরিয়ার ট্রুাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2RHJfPd

No comments:

Post a Comment