Thursday, May 6, 2021

কেশবপুরে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ঘের মালিকদের বিরুদ্ধে স্মারকলিপি https://ift.tt/eA8V8J

কেশবপুর (যশোর) প্রতিনিধি: মৎস্য ঘেরের কারণে সৃষ্ট জলাবদ্ধতার হাত থেকে রেহায় পেতে বৃহ¯পতিবার দুপুরে কেশবপুর পৌরসভার ভোগতী-নরেন্দ্রপুর পূর্বাংশের নোনাডাঙ্গা ও হাবাসপোল এলাকার ভুক্তভোগী মানুষ অসাধু ঘের ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপি সূত্রে জানা গেছে, পৌরসভার ভোগতী-নরেন্দ্রপুর পূর্বাংশের নোনাডাঙ্গা ও হাবাসপোল এলাকা সংলগ্ন কালুর বিল দিয়ে ওই এলাকার পানি নিষ্কাশিত হয়ে থাকে। বিলে ৫ বছর পূর্বে মৎস্য ঘের তৈরি করায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশিত হতে না পেরে এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

এ কারণে এলাকার কবরস্থান ডুবে যাওয়াসহ মানুষের বাড়িঘরেও পানি ওঠে। ওই সময় এলাকার কেউ মারা গেলে পানি সেচ দিয়ে দাফন করতে হয়। এ জন্যে বর্ষা মৌসুম শুরুর আগেই এলাকাবাসী ওই বিলে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত ক্যানেল তৈরির দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও নোনাডাঙ্গা এলাকার বাসিন্দা শওকত হোসেন, মনির উদ্দিন, ওয়াহেদ আলী গাজী, হাবাসপোল এলাকার বাসিন্দা আতাউর রহমান, মশিয়ার রহমান প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, সংশ্লিষ্ট ঘের মালিকের সাথে কথা বলে ওই এলাকায় বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হবে।

The post কেশবপুরে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ঘের মালিকদের বিরুদ্ধে স্মারকলিপি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xQYEwQ

No comments:

Post a Comment