অনেক আলোচনা ও উৎকণ্ঠার পর অবশেষে ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা পৌঁছান আইপিএলে খেলা দুই ক্রিকেটার। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
ভারত থেকে দেশে ফেরায় তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ১৪ দিনের কোয়ারেন্টিনে সাকিব থাকবেন গুলশানের একটি হোটেলে, আর সস্ত্রীক মোস্তাফিজ থাকবেন হোটেল সোনারগাঁওয়ে।
করোনাভাইরাসের থাবায় বন্ধ হয়ে গেছে আইপিএল। ভারতের সঙ্গে বাংলাদেশের সব যোগাযোগ বন্ধ থাকায় সাকিব-মোস্তাফিজের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছিল। অনেক আলোচনার পর নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির উদ্যোগে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন তারা। এবারের আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স, আর মোস্তাফিজ মাঠ মাতিয়েছেন রাজস্থান রয়্যালসের জার্সিতে।
সীমান্ত বন্ধ থাকায় সাকিব-মোস্তাফিজ কীভাবে দেশে ফিরবেন, তা নিয়ে জন্মেছিল শঙ্কার মেঘ। তবে বিসিবি তাদের ফ্র্যাঞ্চাইজি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআিই) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। সবার মিলিত চেষ্টায় নিরাপদে দেশে পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেটের দুই তারকা।
আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের জন্য ‘লাভ’ই হয়েছে! তা না হলে সূচি অনুযায়ী ১৮ মে দেশে ফিরতেন সাকিব-মোস্তাফিজ। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকলে তখন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কঠিন হয়ে যেত তাদের। যেহেতু আগেই দেশে ফিরতে পেরেছেন তারা, তাই ২৩ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজ খেলতে আর কোনও সমস্যা থাকার কথা নয় সাকিব-মোস্তাফিজের।
The post দেশে ফিরেছেন সাকিব-মোস্তাফিজ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ut9bvO
No comments:
Post a Comment