সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় ২৪ হাজার ব্যক্তি সকারের কাছ থেকে নিয়মিতভাবে ভাতা নিচ্ছেন। এর মধ্যে-বয়স্ক ভাতা-১২ হাজার ৭২৮জন, বিধবা ভাতা-৭ হাজার ৪৭২ জন, প্রতিবন্ধী শিক্ষা ভাতা-২০৫ জন, প্রতিবন্ধী ভাতা-৩হাজার ৭৮৯ জন, দলিত জনগোষ্টির মধ্যে বিশেষ ভাতা-৫২জন, বীর মুক্তিযোদ্ধা ভাতা- ১৯৪ জন, হিজড়া ভাতা-৩জন ও শিক্ষা উপবৃত্তি-১৩ জন সরকারিভাবে নিয়মিত ভাতা নিচ্ছেন।
এছাড়া আরো অনেক ভাতা রয়েছে যা উপজেলা সমাজসেবা অফিস থেকে দেয়া হয়। উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ জানান-তিনি গত ২২ ডিসেম্বর-২০২০ সালে যোগদান করেন। তিনি যোগদানের পরে উপজেলায় বয়স্ক ভাতা বেড়েছে-৪ হাজার ৪৯ জন ও বিধবা ভাতা বেড়েছে- ২ হাজার ২৮৫ জন ও প্রতিবন্ধী ভাতা বেড়েছে-২০৭ জন। তিনি বলেন-সরকারের দেয়া প্রাপ্ত সকল সুবিধাভোগী মানুষের মাঝে পৌছে দেয়া হবে।
তিনি আরো বলেন-সরকার অসহায় মানুষের চিকিৎসার জন্য টাকা দিচ্ছে, সেই সাথে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগতহৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য পর্যায়ক্রমে নগদ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করছেন। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রেষ্ট ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া স্বাবলম্বী হওয়ার জন্য কিস্তিতে টাকা দিচ্ছে ছাগল, গরু ও হাস মুরগী পালনের জন্য। এক কথায় সমাজে পিছিয়ে পড়া অসহায় অস্বচ্ছল বিক্তিদের জন্য সমাজসেবা অফিসকে কাজে লাগিয়েছে সরকার। এজন্য আজ অসহায় মানুষেরা ভাতা পাচ্ছেন।
কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসে কর্মরতরা হলেন- ফিল্ড সুপার ভাইজার শেখ ছাবের আলী, উচ্চমান সহকারী যুক্ত হিসাবরক্ষক মো: আব্দুস সামাদ, ইউনিয়ন সমাহকর্মী কাজী ফজলুল হক, শিরিনা খাতুন, আমিনুর রহমান, শাহাজাহান আলী, অফিস সহকারী কাম কম্পিউটর মুদ্রাক্ষরিক আছাদুজ্জামান, কারিগরী প্রশিক্ষক শেখ মিজানুর রহমান, অফিস সহায়ক সেলিম জাফর ও নিরাপত্তা প্রহরী শের আলী শেখ।
The post কলারোয়া সমাজসেবা অফিস থেকে ভাতা পাচ্ছে ২৪ হাজার মানুষ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vt0oKQ
No comments:
Post a Comment