পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরের রাখালতলা থেকে দুটি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ডুমুরতলার মোজাম্মেল হক সরদারের ছেলে আতাউর রহমান বাবলু ও মুকুন্দপুর গ্রামের সুলতান দালালের ছেলে রফিকুল ইসলাম।
সিআইডি সাতক্ষীরার পরিদর্শক আক্তারুজ্জামান জানান, ২০২০ সালের ২২ জুন সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরের রাখালতলা থেকে অজ্ঞাত ব্যক্তিরা দুটি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। এঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। পরে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মামলার মূল রহস্য উদঘাটন ও আসামিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় সিআইডি।
আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর সিআইডির সদস্যরা প্রযুক্তি ব্যবহার করে ২২ মে সাতক্ষীরা সদর উপজেলার ডুমুরতলার মোজাম্মেল হক সরদারের ছেলে আতাউর রহমান বাবলুকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ২৫ মে মুকুন্দপুর গ্রামের সুলতান দালালের ছেলে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। এছাড়া এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে।
The post মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় সিআইডির হাতে গ্রেপ্তার ২ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2RQ68jp
No comments:
Post a Comment