এম এ রহিম, বেনাপোল (যশোর): বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছেন না ভারতীয় পন্যবাহি ট্রাক ড্রাইভাররা। মাস্ক ছাড়াই বেনাপোল স্থলবন্দরে যত্রতত্র অবাধে ঘোরাঘুরি করছেন তারা। এতে করে মারাত্মক করোনা ঝুকিতে স্থানীয়রা। তবে করোনা সুরক্ষা মেনেই পন্য আমদানি করা হচ্ছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।
সীমান্ত বন্ধ থাকলেও হচ্ছে স্বাভাবিক আমদানি রপ্তানি। তাই বেনাপোল স্থলবন্দরে প্রতিদিনই আসা যাওয়া করছেন ভারতীয় ট্রাক ড্রাইভাররা। স্বাস্থ্যবিধি মানছেন না। প্রতিদিন ৪শ’ থেকে সাড়ে ৪শ’ পণ্যবাহী ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করছে চালকরা।
স্থলবন্দরে আসার পর অনেকে থাকছেন, ঘুরছেন আড্ডা দিচ্ছেন, কেউ কেউ চলে যাচ্ছেন লোকালয়ে। মিসছেন চায়ের দোকান মুদিদোকান ঔষধালয়ে স্থানীয়দের সাথে। শরীরে নেই পিপি মুখে নেই মাস্ক। এ অবস্থায় বেশি উদ্বেগ আর আতঙ্কে বেনাপোল স্থলবন্দর এলাকার বাংলাদেশি শ্রমিক ও সিএন্ডএফ ব্যবসায়ী স্থানীয়রা। বন্দর কতৃপক্ষের জোরালো পদক্ষেপ চাইছেন শ্রমিক ও স্থানীয়রা।
সহিদুল ইসলাম ও আব্দুল বাতেন বলেন ভারতে বাড়ছে করোনা আক্রান্ত। এসময়ে বেনাপোলে ভারতীয় নাগরিকদের অবাধ চলাচলে মারাত্মক ঝুকিতে তারা। প্রতিকারে নেই কোন ব্যবস্থা।
বেনাপোল বন্দরে পন্য খালাসের অপেক্ষায় আছেন সহ¯্রাধিক ভারতীয় ড্রাইভার। তারা অনেকে পড়ছেন নানান সমস্যায়। কতিপয় সিএন্ডএফ কর্মিরা ফাইল বিশেষ কারনে ফাইল আটকে দেরী করায় দুর্ভোগে পড়ছেন তারা। এদিকে অনেকে করোনা উপসর্গ নিয়ে বেনাপোলে আসায় ঝুকিতে বেনাপোলের মানুষ। তারা অবাধে মিসছে এলাকার মানুষের সাথে। দায়সারা ভাব বন্দর ও কাষ্টমস সহ নিরাপত্ত্বার সাথে সংশ্লিষ্টদের।
বন্দর উপ পরিচালক মামুন তরফদার বলেন, বন্দরের স্বাস্থবিধি নিয়ন্ত্রণে আনসার সদস্য নিরাপত্তা কর্মিসহ একজন পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। বেনাপোলে পন্য ডেলিভারীতে দেরী হওয়ায় অনেককে দেরীকে ফিরতে হচ্ছে ভারতে। কোন রকম স্বাস্থ্য সুরক্ষার বিঘœ না ঘটে সমাধানে চেষ্টা করছেন তারা।
দিচ্ছেন মাস্ক। সরকারি বেসরকারিভাবে ট্রাকে ছিটানো হচ্ছে প্রতিষেধক্। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান ব্যক্তি উদ্যোগে ফগার মেশিন দিয়ে ভারতীয় ট্রাক ড্রাইভার ও ট্রাকে স্প্রে করছেন। দিচ্ছেন ম্যাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।
সীমান্ত বন্ধের পর গত ৬দিনে বেনাপোল স্থলপথে প্রায় ২২শ’ ট্রাক পন্য আমদানি রপ্তানি হয়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। ভারতীয় ড্রাইভারদের লোকালয়ে প্রবেশ রোধে কঠোর নজরদারীর দাবী জানান তারা।
The post স্বাস্থ্যবিধি মানছেন না ভারতীয় ট্রাক ড্রাইভাররা, করোনা উপসর্গ নিয়ে আসছে বন্দরে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nE75qD
No comments:
Post a Comment