পত্রদূত ডেস্ক: ইসরাফিল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি হাজিরহাট মাছের সেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসরাফিল হোসেন আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুর রউফের ছেলে।
কাদাকাটি গ্রামের রণজিৎ মন্ডলের ছেলে নির্মাণ শ্রমিক গৌতম মন্ডল জানান, ছয় মাস আগে কাজ করার বকেয়া চার হাজার টাকা চাওয়ায় তার উপর ক্ষুব্ধ ছিল। তাকে খুন করার হুমকি দিলে স্থানীয়ভাবে শারিসি বৈঠক ডাকা হলেও সে আসেনি।
বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ করলে উপপরিদর্শক কবীর হোসেনও তাকে থানায় হাজির করতে পারেননি। এক মাস আগে তাকে হত্যা করার জন্য ইসরাফিল হাতুড়ি নিয়ে তাদের বাড়ির পাশে অবস্থান নিয়ে ঘোরাঘুরি করে। বাধ্য হয়ে তার বাবা রণজিৎ মন্ডল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
গৌতম মন্ডল আরো জানান, গত ২৫ এপ্রিল সকাল সাতটার দিকে কাজে যাওয়ার সময় বাড়ির সামনে রাস্তা থেকে তাকে আটক করে ইসরাফিল। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে বাড়ির মধ্যে নিয়ে বেঁধে রাখে।
সকাল সাতটা থেকে ১১টা পর্যন্ত তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। খবর পেয়ে কাকিমা নমিতা মন্ডল ও ইউপি সদস্য হরেকৃষ্ণ মন্ডল তাকে উদ্ধার করতে যেয়েও ব্যর্থ হয়। পুলিশ আসার আগেই তাকে টেরে হিঁচড়ে মারতে মারতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। স্বজনরা তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই দিন তার বাবা বাদি হয়ে ইসরাফিলের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের পর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি দিয়ে আসছিল ইসরাফিল ও তার ভাই হত্যা, অপহরণ, চাঁদাবাজি , ডলার প্রতারণা, চন্দনকাঠ পাচার মামলার আসামী মিকাইল। একপর্যায়ে শনিবার সকাল সোয়া ৬টার দিকে ইসরাফিলকে কাদাকাটি হাজির হাট মাসের সেট থেকে পুলিশ আটক করে। ইসরাফিললকে আটকের পরপরই জেল থেকে বের হয়ে তাকে হত্যার হুমকি দিয়েছে ইসরাফিল ও মিকাইল।
আশাশুনি থানার উপপরিদর্শক পূর্ণ চন্দ্র হরি জানান, এ ঘটনায় রণজিৎ মন্ডল বাদি হয়ে তার ছেলেকে হত্যার চেষ্টা ও ৭২২ টাকা কেড়ে নেওয়ার অভিযোগে শনিবার থানায় একটি এজাহার দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ইসরাফিলকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
The post আশাশুনিতে সন্ত্রাসী ইসরাফিল গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ubHgAr
No comments:
Post a Comment