নিজস্ব প্রতিনিধি: দ্রুতগামী পরিবহনের ধাক্কায় জাহানুর ইসলাম সাগর (৪০) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা শহরের বাঁকাল কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জাহানুর ইসলাম সাগর (৪০) সাতক্ষীরা শহরতলীর রইচপুরের ইনসাফ আলী সরদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সাগর শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাঁকাল ক্লোড স্টোরেজের সামনে শ্যামনগর থেকে থেকে ঢাকাগামি শ্যামলী পরিবহন তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাটকেলঘাটা নামক স্থানে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
The post সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jmUF5N
No comments:
Post a Comment