আশাশুনি সংবাদদাতা: আশাশুনি সরকারি কলেজ মসজিদের মুসল্লিরা অধ্যক্ষের কর্মকান্ড অতিষ্ঠ হয়ে ক্ষোভে ফেটে পড়েছেন। এ ব্যাপারে প্রতিকার প্রার্থনা করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
মসজিদের মুসল্লি খুরশিদ আলম, আব্দুল ওয়াদুদ, কামরুজ্জামান, মোক্তার হোসেন, আব্দুস ছাত্তার, আব্দুল হানান, শামসুদ্দিন, আব্দুর রশিদসহ মুসল্লিরা জানান, কলেজের পাশে জমির পুকুর, ডোবা ভরাট করে স্থানীয় মুসল্লিরা বহু পূর্বে মসজিদটি প্রতিষ্ঠা করেন। কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও মুসল্লিদের উদ্যোগে মসজিদের উন্নয়নের জন্য আবেদন করলে কাতার চ্যারিটির অর্থায়নে মসজিদের আধুনিক রূপ তথা বর্তমান মসজিদ নির্মীত হয়।
নতুন অধ্যক্ষের আগমনের পর থেকে মুসল্লিদের মতামতের ভিত্তিতে গঠিত কমিটি ভেঙে দিয়ে তিনি নতুন কমিটি গঠন করেন। মসজিদের ইমামকে সরিয়ে নতুন ইমাম নিয়োগ দেন। কমিটির সদস্যরাসহ সভাপতি মসজিদে সালাত আদায় এক প্রকার না আসায় মসজিদের স্বাভাবিক কাজের ব্যাঘাত সৃষ্টি হতে থাকে। মুসল্লিদের মধ্য অসন্তোষ ও অনীহার সৃষ্টি হয়। ফলে নানা কাজ ও দিনদিন কৌটা ঠেলা টাকা আদায় বাদ হয়ে যায়। কমিটির সদস্যরা মসজিদ না আসায় এবং মুসল্লিদের মতামত দেওয়ার সুযোগ না থাকায় মসজিদে নানা সমস্যা শুরু হয়। মসজিদের মাইকের সমস্যা, ফ্যান নষ্ট হওয়া, প্র¯্রাবখানা নষ্ট হওয়া, ল্যাট্রিন না থাকা, ইমাম সাহেবের ঘর ঝড়ে উড়ে যাওয়া এবং মেরামত না হওয়াসহ নানা সমস্যায় মুসল্লিরা চরম বিপত্তির মধ্য পড়েন। বাধ্য হয়ে মুসল্লিরা পুনরায় টাকা/কৌটা ঠেলার ব্যবস্থা করেন। অনুমান ৩ মাস আগে অধ্যক্ষ হঠাৎ করে মসজিদে জুম্মার নামাজ আসেন এবং কি সমস্যা জানতে চেয়ে ইমামের সাথে কথা বলেন। অন্যরা কথা বলতে চাইলে মসজিদ কলেজের, কলেজের কমিটির কথা শুনে ব্যবস্থা নেবেন, অন্য কারো কথা তিনি শুনতে রাজি নন বলে সাফ জানিয়ে দেন। এনিয়ে মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি ও কথা কাটাকাটির ঘটনা ঘটে।
সম্প্রতি মসজিদের সংলগ্ন দীর্ঘ ৫০ থক ৭০ বছরের যাতয়াতের পথ বন্ধ করে দেওয়ার পায়তারা করা হলে মুসল্লি ও এলাকার মানুষের মধ্যে ব্যাপক প্রতিবাদের সৃষ্টি হয়েছে। এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি পথ বন্ধ না করার আহবান জানালেও মানা হচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান জানান, মসজিদের সীমানা দিয়ে প্রাচীর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। পথ বন্ধ নয়, একটু ঘুরেই যাতয়াত করা যেতো। অভিযোগ আসার পর কাজ বন্ধ করে দিয়েছি। না চাইল প্রাচীরর কাজ করবো না। কিন্তু মসজিদের কাজ আমার সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।
The post আশাশুনি সরকারি কলেজ মসজিদ নিয়ে মুসল্লিদের ক্ষোভ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3sX6l2p
No comments:
Post a Comment