Tuesday, August 31, 2021

উপকূলীয় এলাকার সহ্রাধিক পরিবারের মাঝে নাফিসার উপহার সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

নাজমুল শাহাদাৎ জাকির: বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উপকূলীয় জেলা সাতক্ষীরার দুই উপজেলার সহ¯্রাধিক দারিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী (বস্ত্র) বিতরণ করেছেন নাফিসা আনজুম খান।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় করোনায় বিপাকে পড়া সহস্রাধিক পরিবারের সদস্যদের মাঝে এসকল বস্ত্র বিতরণ করেন তিনি। উল্লেখ্য: সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে বেশ পরিচিত এক নাম নাফিসা আনজুম খান। যিনি দেশ ও দেশের বাইরে ইতোমধ্যে ‘একজন বাংলাদেশ’ নামে পরিচিত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট এ দু:সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়ে দ্বারে দ্বারে খাদ্য দ্রব্য পৌঁছে দিচ্ছেন তিনি।

এবিষয়ে নাফিসা আনজুম খান বলেন, মহামারি করোনা ভাইরাসের কারনে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সদস্যরা। দেশের এমন পরিস্থিতি সবচেয়ে কষ্টের ভিতরে জীবনযাপন করছে দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার উপকূলীয় মানুষ। পানিবন্ধি মানুষ এখন দিশেহারা। উপকূলীয় এলাকার এমন পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফত জানার পর ইতোপূর্বে শ্যামনগর ও আশাশুনি উপজেলার পানিবন্ধি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিলো। আর এরই অংশ হিসেবে এসকল পরিবারের সদস্যদের জন্য নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে উপকূলীয় এলাকার এসমস্ত মানুষের জন্য সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

The post উপকূলীয় এলাকার সহ্রাধিক পরিবারের মাঝে নাফিসার উপহার সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yxtauw

No comments:

Post a Comment