আশাশুনি ব্যুরো: আশাশুনিতে শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি সদর রাস মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে সকাল ১০.৩০ টায় পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। পুরোহিত পবিত্র কুমার চক্রবর্তী পুজা পরিচালনা করেন। সহায়তায় ছিলেন, শিব শংকর বৈদ্য, বরুন কুমার সোম ও কালিপদ শীল। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, কালিপদ রায়, শংকর প্রসাদ মন্ডল, দিপন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে প্রসাদ বিতরণ করা হয়।
The post আশাশুনিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WA0e8a
No comments:
Post a Comment