কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের প্রচেষ্টায় কুলিয়ায় বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ৩১ আগস্ট বেলা ২টায় ছেলের পিতার অভিযোগের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আহবানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার মেয়ের বাড়ি কুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর কুলিয়া গ্রামে উপস্থিত হন।
সরজমিনে যেয়ে জানা যায়, উত্তর কুলিয়ার গ্রামের শফিউল ইসলামের ছেলে রায়হান (২০) একই এলাকায় সেকেন্দার আলীর মেয়ে আশা (১৬) উপযুক্ত বয়স না হওয়া সত্ত্বেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিল।
নির্বাহী অফিসার তাসলিমা আক্তার উভয় পক্ষকে একত্রে বসিয়ে মেয়ে ১৮ এবং ছেলে ২১ বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়েটি আইন সঙ্গত নয়। সে কারণে বয়স না হওয়া পর্যন্ত কেউ কারোর সাথে কোন সম্পর্ক রাখতে পারবে না। উভয় পক্ষ এই মর্মে একটি মুছলেখা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা থানার এসআই রশিদুল ইসলাম, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, গ্রাম্য পুলিশ ও এলাকাবাসী প্রমুখ।
The post দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের প্রচেষ্টায় কুলিয়ায় বন্ধ হলো বাল্যবিবাহ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WGRgpp
No comments:
Post a Comment