Sunday, August 29, 2021

প্রধানমন্ত্রী দুস্থ অসহায় মানুষের আশ্রয়ের ব্যবস্থা করছেন: জনপ্রশাসন সচিব https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম বলেছেন, দেশের একটি পরিবারও গৃহহীন থাকবে না, দুস্থ অসহায় মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রোববার (২৯আগস্ট) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলায় ভদ্রানদীর চরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনকালে একথা বলেন।

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশের ভূমিহীন ও ঘরহীন ছিন্নমূল মানুষের জন্য আশ্রয় দেওয়ার লক্ষে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় ডুমুরিয়া সদ্য নির্মিত আশ্রায়ন প্রকল্পের ঘর এবং সুফলভোগীদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন এনডিসি, জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার, স্থানীয় সরকার উপ-পরিচালক খুলনা মো: ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইউসুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহনাজ পারভীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মোসাদ্দেক হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকি, প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেন, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, ইউপি চেয়ারম্যান প্রতাপ কুমার রায়, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা প্রভাষক জিএম ফারুক হোসেন, তহসিলদার এনামুল কবির, ইউপি সদস্য শেখ আব্দুল হালিম মুন্না প্রমুখ। শেষে প্রকল্পের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ।

The post প্রধানমন্ত্রী দুস্থ অসহায় মানুষের আশ্রয়ের ব্যবস্থা করছেন: জনপ্রশাসন সচিব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BnWx4A

No comments:

Post a Comment