ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া থানার সাজিয়াড়া গ্রামের হত দরিদ্র গৃহবধু আকলিমা আক্তারের ছাগল চুরি মামলার ৪ জনকে গ্রেপ্তারসহ ছাগল দুটি উদ্ধার করেছে পুলিশ। ধৃত আসামীদের মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া সদর ইউনিয়নের সাজিয়াড়া গ্রামের হত দরিদ্র গৃহবধু আকলিমা আক্তার তার ২টি পোষা ছাগল প্রতিদিনের ন্যায় গত ২৯ তারিখে ঘাস খাওয়ানোর জন্যে বাড়ির পাশে পাকা রাস্তার পাশে বেঁধে রেখে আসেন। বিকেলে বাড়িতে আনতে গিয়ে দেখেন ছাগল দুটি সেখানে নেই। পরে স্থানীয় লোকজনের কাছে জানতে পারেন অজ্ঞাত নামা কয়েকজন ব্যক্তি একটি সবুজ রংয়ের মাহেন্দ্র যোগে ছাগল দুটি খুলনা শহরের দিকে চুরি নিয়ে গেছে।
অবশেষে ছাগল মালিক আকলিমা আক্তার ডুমুরিয়া থানায় এসে অজ্ঞাত নামা ব্যক্তিদের নামে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামী ধরতে এবং ছাগল উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করে জানতে পারে ছাগল চুরি করে নিয়ে পালানোর সময় খালিশপুর থানা এলাকার সুজন হাওলাদার (২৪), রাকিব শেখ (১৯), দৌলতপুর থানা এলাকার আসিফ মোল্যা (২৩) এবং খালিশপুর এলাকার মাহেন্দ্র ড্রাইভার আরিফুল হক ওরফে মিল্টন (৪০) এর বহনকারি মাহেন্দ্র গাড়িটি কেএমপি’র আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘনায় পতিত হয়। স্থানীয় লোকজন ছাগল দুটিসহ আহত ব্যক্তিদের ধরে আড়ংঘাটা থানা পুলিশে সোপর্দ করে। বিষয়টি জানতে পেরে মামলার তদন্তকারি কর্মকর্তা থানার এসআই হামিদুল ইসলাম মামলার বাদীসহ সংগীয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যায় আড়ংঘাটা থানায় যেয়ে আসামীদের গ্রেপ্তারসহ ছাগল ২টি উদ্ধার এবং মাহেন্দ্রটি আটক করে ডুমুরিয়া থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান জানান, ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়ছে।
The post ডুমুরিয়ায় ৪ ছাগল চুরির অভিযোগে আটক চার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2V0LIWm
No comments:
Post a Comment