Tuesday, August 31, 2021

সাতক্ষীরা সদরের কৈখালী সবজি গাছের সাথে শত্রুতা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে সাতক্ষীরা মৎস্য ঘেরের বেড়িবাঁধে রোপনকৃত সবজির ক্ষেতে ঘাস নিধনের কিটনাশক স্প্রে করে বিভিন্ন প্রকারের সবজির গাছ নিধন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদরের বাইপাস সড়ক সংলগ্ন কৈখালী শুলকের বিল জালতার মাঠে। সূত্রে জানা গেছে, সদর উপজেলার কৈখালিগ্রামের মৃত আফসার উদ্দীনের ছেলে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কৃষক ও মৎস্য চাষী আমিরুল ইসলাম সবজি গাছের সাথে শত্রুতা সাতক্ষীরা সদরের বাইপাস সড়ক সংলগ্ন কৈখালী শুলকের বিল জালতার মাঠে ৫ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য চাষের পাশাপাশি ঘেরের বেড়ি বাঁধে বিভিন্ন প্রকার সবজির চাষ করে থাকেন।

 

আমিরুল ইসলাম গত ৩/৪ বছর মৎস্য চাষের পাশাপাশি ঘেরের বেড়ি বাঁধে এবছরও ঢেড়স, লাউ, সসা, বরবটি, উচ্চে, খিরাই সহ বিভিন্ন প্রকারের সবজী চাষ করেছেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে গত ৩০ আগস্ট রাতের যে কোন সময় কে বা কারা আমিরুল ইসলামের সবজির ক্ষেতে ঘাস মারা কিটনাশক স্প্রে করে পাঁচ বিঘা জমির ঘেরের বেড়িবাঁধে লাগানো সব ধরনের সবজির গাছ নিধন করেছে।

এব্যপারে ক্ষতিগ্রস্ত কৃষক আমিরুল ইসলাম জানান, পূর্বেও আমার ঘেরে দুর্বৃত্তরা আমার ঘেরে বিষ দিয়ে মাছ মারে। গত ৩০ আগস্ট রাতে সুযোগ বুঝে কে বা কারা আমার ফসলী গাছে ঘাস মারা কিটনাশক স্প্রে করায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করছেন বলে জানা গেছে।

The post সাতক্ষীরা সদরের কৈখালী সবজি গাছের সাথে শত্রুতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3t1PyuY

No comments:

Post a Comment