দেবহাটা সংবাদদাতা: দেবহাটায় মৎস্য সপ্তাহের ২য় দিনে পোনামাছ অবমুক্ত ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। রবিবার গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়া ২২ টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩০৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয় এবং সকাল ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মৎস্য সেক্টরে বর্তশান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
The post দেবহাটায় মৎস্য সপ্তাহের ২য় দিনে পোনামাছ অবমুক্ত ও প্রামাণ্যচিত্র প্রদর্শন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jsq2vM
No comments:
Post a Comment